হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের ধুলিয়াখাল শিল্পনগরী সংলগ্ন কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বুধবার সকালে ধুলিয়াখাল ও তেতৈয়া গ্রামবাসী হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক ও কবরস্থানে এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে এলাকার বিশিষ্ট মুরুব্বি শামছু মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তার মিয়া, সাবেক চেয়ারম্যান চৌধুরী মিজবাহুল বারী লিটন, আব্দুল মান্নার সর্দার, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান খান, সিরাজুল ইসলাম, ইউপি সদস্য ছামিউল বাছিত, তৈয়ব আলী, অনু মিয়া, ছাবু খান, আজিজুর রহমান, মো ছালেক মিয়া, মো মকসুদ আলী, রূপক খান, ছাদেকুর রহমান, রাখন খান, গিয়াস উদ্দিন মেম্বার, শামিম মিয়া, আব্দুল কাইয়ূম, মালেক মিয়া, মখলিছুর রহমান, শরিফুল ইসলাম, কবির খান, জামাল খান, জিয়াউর রহমান ও মুকিত খান। মানববন্ধন পরিচালনা করেন, ইউনূছ মিয়া।
মানববন্ধনে বক্তারা বলেন, ধুলিয়াখাল শিল্পনগর সংলগ্ন নূরপুর উত্তর মৌজার ৩.০৯ একক ভূমি বহুআগে থেকে কবরস্থান হিসেবে চিহ্নিত। এই কবরস্থানে বীরমুক্তিযোদ্ধাসহ অনেক গুণীজনের মরদেহ দাফন করা হয়েছে; কিন্তু সম্প্রতি জেলা প্রশাসন জায়গাটি অন্য একটি প্রকল্পকাজে ব্যবহারের জন্যে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে।।
মাবনবন্ধনে বক্তারা বলেন, শরীরে রক্ত থাকতে তারা কবরস্থানের জায়গা অন্য কাজে ব্যবহার করতে দেবেন না। আগামী ৪৮ ঘটনার মধ্যে কবরস্থান থেকে সাইডবোর্ড সরানো না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
Leave a Reply