এস এম সুরুজ আলী, হবিগঞ্জ : হবিগঞ্জে দরিদ্র পরিবারের শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন শিরিন আক্তার সোনিয়া। গড়ে তুলেছেন মায়ের মমতা নামের অবৈতনিক বিদ্যালয়। নিজের সীমিত রোজগার থেকে সার্বিক খরচও যোগাচ্ছেন।
শহরের মাহমুদাবাদ এলাকায় শিরিন আক্তার সোনিয়া এ প্রতিষ্ঠান গড়ে প্রায় দুই বছর ধরে মায়ের মমতা দিয়েই ছড়াচ্ছেন শিক্ষার আলো। এতে আলোকিত হচ্ছে সেই শিশুরা, পারিবারিক অভাব-অনটনের কারণে যাদের লেখাপড়ার কোন সম্ভাবনাই ছিলনা। সামর্থবানদের সন্তানদের প্রাইভেট পড়িয়ে যা আয় করেন তাই ব্যয় করে বানিয়েছেন বিদ্যালয় ভবন, কিনেছেন বেঞ্চ আর পাঠাগারের বই।
মাহমুদাবাদ এলাকার নূরুল হকের মেয়ে শিরিন আক্তার সোনিয়া। মাস্টার্স করেছেন, সিলেট এমসি কলেজে। ২০১৭ সালের শেষে দিকে প্রতিষ্ঠা করেন অবৈতনিক বিদ্যালয় মায়ের মমতা। যাত্রা শুরু হয় ৩০ জন শিক্ষার্থী নিয়ে। এ সংখ্যা এখন ১২০। সবাই বিনা খরচে এখানে লেখাপড়ার পাশপাশি গান-বাজনাও শিখছে। অন্যদিকে পাঠাগারে অবসর সময়ে বই পড়তে আসেন বিভিন্ন বয়সের মানুষ।
নিজের বোনের এক শতাংশ জমির উপর টিন দিয়ে শিরিন আক্তার সোনিয়ার নির্মিত ছোট্ট ভবনে প্রতিদিন সকালে ও বিকেলে অস্বচ্ছল পরিবারের শিশুদের পাঠদান করা হয়।
শিরিন আক্তার সোনিয়া জানালেন, শুরুতে একাই পাঠদান করতেন। এখন শিক্ষক ৫ জন। এরমধ্যে ৩ জনকে সম্মানিভাতা দেয়া হয়। সবার সহযোগিতা নিয়ে তিনি সারাজীবন এই কার্যক্রম চালিয়ে যেতে যান।
Leave a Reply