হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম আব্দুল হান্নান চৌধুরী স্মৃতি বৃত্তি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ বিকেজেসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ বৃত্তি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। বিশেষ অতিথি ছিলেন, বিকেজিসি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু কুমার কর্মকার, হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মাসুক আলী, জ্যেষ্ঠ সহকারী শিক্ষক আব্দুল কবির, গালর্স গাইড লিডার সহকারী শিক্ষকা পূর্ণিমা দাশ তালুকদার ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম সুরুজ আলী।
শিক্ষাবিদ মরহুম আব্দুল হান্নান চৌধুরীর ছেলে সুইডেন প্রবাসী কমিউনিটি লিডার আব্দুল বাছিত চৌধুরীর আর্থিক সহায়তায় এবারো বিভিন্ন বিদ্যালয় ও মাদরাসার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের প্রত্যেককে দুই হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়।
Leave a Reply