হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলাম পৌরসভার শত বছরের পুরনো পুকুরটি দখলমুক্ত করার আশ্বাস দিয়েছেন।
জেলা প্রশাসনের পক্ষে তিনি সোমবার বিকেলে চিড়াকান্দি গোপিনাথপুর এলাকায় পুকুরটি পরিদর্শন করেন। এ সময় ইউএনও পুকুর পাড়ের মানুষের সাথে কথা বলেন এবং ঐতিহ্যের এই স্মারকটি দখল মুক্ত করার আশ্বাস দেন।
পরিদর্শনকালে তার সাথে ছিলেন, উপজেলা প্রকৌশলী ওবায়দুল বাশার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার জেলা সভাপতি প্রাক্তন অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সোহেল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার সাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটির সদস্য সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, অ্যাডভোকেট বিজন বিহারী দাশ, পুকুর রক্ষা কমিটির সমন্বয়কারী আব্দুল রকিব রনি, বিপ্লব রায় সুজন, ইমন পাল, মিজানুর রহমান মিজান।
হবিগঞ্জ পৌরসভার ৬০ শতক জায়গায় অবস্থিত ঐতিহ্যবাহী এই পুকুরের পানি এক সময় এলাকাবাসী দৈনন্দিন কাজে ব্যবহার করতেন। প্রতিদিন গোসল করতেন শত শত লোক; কিন্তু ১৯৯২ সালে এলাকার আব্দুস সালাম নামে এক ব্যক্তি পুকুরটি ইজারা নিয়ে নানা কৌশলে দখলে করে রেখেছেন। এছাড়াও পুকুরপাড়ে ময়লা আবর্জনায় স্তুপ সৃষ্টি হয়ে পরিবেশ নষ্ট করছে। পুকুরে পানিও নষ্ট হয়ে গেছে। তাই পুকুরটি দখল মুক্ত করার জন্য এলাকাবাসী আন্দোলন নেমেছেন।
এলাকাবাসীর আন্দোলনের সাথে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ঐকমত্য প্রকাশ করেছেন।
এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক মনীষ চাকমা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলামকে পুকুরটি পরিদর্শনের নির্দেশ দেন।
Leave a Reply