হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগে করোনা পরিস্থিতিতে শতাধিক ক্ষতিগ্রস্ত ও কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়ছে।
সোমবার দুপুরে শহরের আমিনচাঁন কমপ্লেক্সে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। সংগঠনের আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক বিপ্লব রায় চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো মোতচ্ছিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মর্জিনা বেগম, পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহ সভাপতি মিজানুর রহমান শামীম, জেলা পরিষদ সদস্য নাজমুল হাসান, ফ্রেন্ডস সোসাইটির যুগ্ম আহ্বায়ক এ কে এম নাছিম ও আবু ছালেহ নূরুজ্জামান চৌধুরী শওকত।
Leave a Reply