হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে এসএসসি ৯৯ ব্যাচের উদ্যোগে শতাধিক অসহায় ও কর্মহীন লোকজনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে শহরতলির কাকিয়ার আব্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীয় বিতরণ উদ্বোধন করেন, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম পিপিএম। এসময় আরো উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুল রহমান ও মোহাম্মদ নাহিজ। উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, তানভীর, শিশির, বিপ্লব, সমিরণ, অসীম, আবিদুর রহমান ও দিবাকর পাল।
এছাড়াও শহরের চৌধুরীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী শেখ আব্দুল হান্নানের পক্ষ থেকে দুই শতাধিক মানুষকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।
Leave a Reply