হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার শচীন্দ্র কলেজে নবনির্মিত চারতলা শিক্ষা ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমাবার বিকেলে এর উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।
এ উপলক্ষে অধ্যক্ষ এস কে ফরাস উদ্দিন আহমেদ শরীফীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, শাহ শওকত আরেফিন সেলিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা কাউছার শুকরানা, ঠিকাদার তোজাম্মুল হক, অভিভাবক সদস্য আবুল ফজল, পিযুষ চক্রবর্তী, আকবর হোসেন, প্রভাষক অরুপ কুমার দাশ, নানু মিয়া, বিশ্বজিত দাশ ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম চোধুরী।
শচীন্দ্র কলেজের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় অনুষ্ঠানে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।
Leave a Reply