হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে শক্তি ফাউন্ডেশনের ৩১ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
সোমবার, ৩ এপ্রিল জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, শক্তি ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর ও হেড অব ট্রেনিং ডিপার্টমেন্ট নজরুল ইসলাম।
উদ্বোধনকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ৫০টি বৃক্ষ রোপণ করা হয়।
উল্লেখ্য, শক্তি ফাউন্ডেশনে প্রায় সমগ্র দেশে ৫০৪টি শাখা অফিস ও ৮৭টি শক্তি মেডিক্যাল সার্ভিস সেন্টারের মাধ্যমে স্বাস্থ্যসেবা ও সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, আর্থ-সামাজিক উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও প্রশিক্ষণ প্রদান করে উপযুক্ত ঋণ দানের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে।
উদ্যোক্তারা জানান, বৃক্ষরোপণ কর্মসূচি যেমনি পরিবেশের উন্নয়ন ঘটাতে ও অন্যকে উদ্বুৃদ্ধকরণে কাজে লাগবে তেমনি টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে বিশেষ ভূমিকা পালন করবে।
Leave a Reply