হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে আয়োজিত লোকউৎসবে বাউল শিল্পীরা গানে আর বাঁশির সুরে হাজারো দর্শক-শ্রোতাকে মুগ্ধ করেছেন।
রবিবার রাতে এ লোক উৎসব উদ্বোধন করেন সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো আবু জাহির।
জেলা প্রশাসন আয়োজিত লোক উৎসবে কালেক্টরেট প্রাঙ্গণ লোকে লোকারাণ্য হয়ে উঠে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা বাউল শিল্পীরা সবাইকে মাতিয়ে রাখেন। একে একে মঞ্চে আসেন বাউল হবিল সরকার, শাহ আব্দুল করিমের প্রধান শিষ্য বাউল আব্দুর রহমান, সিলেটের বাউল পাগলা হাসান, বাউল আকরাম আলী, সৈয়দ আশিকুর রহমান ও বাঁধন মোদকসহ অন্যরা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ইশরাত জাহান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
উৎসবে আরটিভির বাংলার গায়েন বিজয়ী বাঁধন মোদককে সংবর্ধনা দেওয়া হয়।
Leave a Reply