হবিগঞ্জ প্রতিনিধি : সারাদেশের ন্যায় হবিগঞ্জেও সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে।
বুধবার সকাল থেকে জেলার বিভিন্ন সড়কে যানচলাচল চলাচল বন্ধ থাকে। তবে শহরে বিক্ষিপ্তভাবে রিক্সা চলাচল করে। জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। ঔষধের দোকান ছাড়া সবধরনের দোকানপাট বন্ধ ছিল; কিন্তু চৌধুরী বাজার কাঁচামাল হাটায় অন্যান্য দিনের মতই ক্রেতা-বিক্রেতার উপস্থিতি ছিল। তবে ছিলনা স্বাস্থ্যবিধির বালাই। মাস্ক মুখে ছিলনা অনেকেরই। শারীরিক দূরত্বও বজায় ছিলনা।
উল্লেখ্য, করোনায় এ পর্যন্ত হবিগঞ্জ জেলায় ২ হাজার ১ জন আক্রান্ত হয়েছেন। এ মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৭২১ জন। আর ১৮ জনের মৃত্যু হয়েছে।
Leave a Reply