হবিগঞ্জ প্রতিনিধি : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাবের কর্মকর্তা পরিচয়ে হুমকি দিয়ে বিকাশে প্রতারণার মাধ্যমে চাঁদাবাজির সঙ্গে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার দুপুরে র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে এ দুজনকে আটক করা হয়।
র্যাব-৯ জানায়, মেজর সৌরভ মো অসীম শাতিলের নেতৃত্বে অভিযান চালিয়ে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাকশাইল গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে মো কাউছার মিয়া এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব বাগুনিপাড়া গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে মো ফয়সল শাহ ও চুনারুঘাট উপজেলার টেকেরঘাট গ্রামের রজব আলীর ছেলে মো কামাল মিয়াকে আটক করা হয়।
আটককৃতরা র্যাব কর্মকর্তার ভূয়া পরিচয় দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষকে হুমকি দিয়ে ও প্রতারণা করে বিকাশের মাধ্যমে চাঁদাবাজি করছিল।
পরে এ ব্যাপারে মামলা দায়ের করে আটককৃতদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে।
Leave a Reply