নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ হবিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও পরিবেশন সহ নানা অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করেছে।
র্যাব-৯ শায়েস্তাগঞ্জ কোম্পানির একটি আভিযানিক দল সোমবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হবিগঞ্জ সদর, মাধবপুর ও শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
র্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ ও বিএসটিআই কর্মকর্তাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্যাকেটে ওজন ও পরিমাপে কম দেওয়া, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া এবং স্বাস্থ্যবিধি না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন পণ্য তৈরির অপরাধে বিএসটিআই আইন-২০১৮, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এবং ভোক্তা পরিবেশ সংরক্ষণ আইন-২০০৯ অনুসারে হবিগঞ্জ সদর উপজেলার মেসার্স আাদি গোপাল মিষ্টান্ন ভাণ্ডারের রূপক চন্দ্র দাসকে ১ লাখ ৫০ হাজার টাকা (অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড) ও মেসার্স জয় গোপাল মিষ্টান্ন ভাণ্ডারের কৃষ্ণচন্দ্র মোদককে ৭৫ হাজার টাকা (অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড), মাধবপুর উপজেলার জগদীশপুর ফিলিং স্টেশনের কাজী জোবায়েদ হোসেনকে ৫০ হাজার টাকা (অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড) ও আল-আমিন সিএনজি ফিলিং স্টেশনের মো তাজুলকে ৫০ হাজার টাকা (অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড) এবং শায়েস্তাগঞ্জ উপজেলার মের্সাস মা ফিলিং স্টেশনের মো কদর আলীকে ৭৫ হাজার টাকা (অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড) জরিমানা করা হয়।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply