হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে রোটার্যাক্ট ক্লাব অব খোয়াইর ২য় অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক সফিউল আলম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড জহিরুল হক শাকিল ও সাবেক পৌর চেয়ারম্যান রোটারিয়ান শহীদ উদ্দিন চৌধুরী।
এছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি দুদক মহাপরিচালক মাহমুদুল হাসান বলেন, বাংলাদেশের তরুণরা বারবার অসাধ্য সাধন করেছে। এবার নিজেদেরকে দুর্নীতিমুক্ত করে গড়ে তুলে দেশকে দুর্নীতি মুক্ত করবে।
Leave a Reply