হবিগঞ্জ প্রতিনিধি : রোটারি ক্লাব অব হবিগঞ্জ ও রোটারি ক্লাব অব চিটাগাং রেইনবোর যৌথ উদ্যোগে নৌকা ভ্রমণ, শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার সকালে কালারডোবা নৌকাঘাট থেকে একটি নৌকা যোগে দুই সংগঠনের নেতৃবৃন্দ ঐতিহ্যবাহী বিথঙ্গল আখড়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। এসময় ভাটিএলাকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি সবাই মেতে উঠেন গান-বাজনায়। এছাড়া দুপুরে বিথঙ্গল জেডিএম উচ্চ বিদ্যালয় ও বিথঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
রোটারি ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীমের সভাপতিত্বে ও সেক্রেটারি তানবিরুল হাসান শ্যামলের পরিচালনায় শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন, অ্যাডভোকেট আব্দুল মতিন খান, ফরিদ উদ্দিন আহমেদ, ফজলুর রহমান লেবু, শামীম আহছান, নিয়াজুল বর চৌধুরী, প্রদীপ দাশ সাগর, শেখ জামাল, মহিদুল হাসান সুজন, রোটারি ক্লাব অব চিটাগাং রেইনবোর চার্টার প্রেসিডেন্ট জাহেদা আক্তার মিথা ও প্রেসিডেন্ট আব্দুল মামুন।
Leave a Reply