হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে পবিত্র রমজানের প্রথমদিন ৫ শতাধিক অস্বচ্ছল রোজাদারের মাঝে ইফতারি বিতরণ করা হয়।
বুধবার বিকেলে প্রধান অতিথি হিসেবে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির এই ইফতারি বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগ সভাপতি হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস প্রেসিডেন্ট সফিউল বারী আউয়াল, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, মিজানুর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক সফিকুজ্জামান হিরাজ, ফেরদৌস আহমেদ ও মঈন উদ্দিন চৌধুরী সুমন।
জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম জানান, লকডাউন চলাকালীন সংগঠনের পক্ষ থেকে প্রতিদিন ৫ শতাধিক রোজাদারকে ইফতারি দেওয়া হবে।
Leave a Reply