হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ‘করোনা ভাইরাস’ সচেতনতায় রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবকদের মাঝে সাবান, স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে প্রতিষ্ঠানের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এসব উপকরণ বিতরণ করেন, জেলা পরিষদের চেয়ারম্যান ডা মুশফিক হুসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি আতাউর রহমান সেলিম, জীবন সদস্য মিজানুর রহমান শামীম, কার্যকরী কমিটির সদস্য শফিকুজ্জামান হিরাজ, অ্যাডভোকেট শিবলী খায়ের, রাসেল চৌধুরী, যুবপ্রধান পংকজ কান্তি দাশ পল্লব ও আশীষ কুরি।
পরে প্রধান অতিথি ডা মুশফিক হোসেন চৌধুরী হাতধোয়া ও জীবাণুনাশক স্প্রে ছিটানো কর্মসূচি উদ্বোধন করেন।
Leave a Reply