হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের রিচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২শ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
কর্মসূচিতে ছিল, উদ্বোধনী অনুষ্ঠান, শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির। আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, দৈনিক হবিগঞ্জ জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ফজলুর রহমান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী কামাল উদ্দিন। সভাপতিত্ব করেন, ডা জিতু মিয়া।
উল্লেখ্য, রিচি গ্রামবাসীর উদ্যোগে ১৮২০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
Leave a Reply