হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫০তম বর্ষপূর্তি উপলক্ষে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
পুনর্মিলনীর প্রথম দিন শনিবার স্মরণিকার মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ অ্যাডভোকেট মাহবুব আলী।
রবিবার দ্বিতীয় দিনে শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম। আলোচনা পর্বে সভাপতিত্ব করেন পুনর্মিলনী উদযাপন কমিটির সভাপতি আবেদ হাসনাত চৌধুরী সনজুর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম আকবর হোসেইন জিতু, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড এম এম ফারুক ও রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার।
শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বরেণ্য শিল্পীরা।
Leave a Reply