হবিগঞ্জ প্রতিনিধি : সিনেমায় মোবাইল ফোন নম্বর ব্যবহার করে প্রতারণার অভিযোগে ‘রাজনীতি’ সিনেমার নায়ক শাকিব খান এবং পরিচালক ও প্রযোজকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
রবিবার হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সম্পা জাহানের আদালতে মামলাটি দায়ের করেন বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের সিএনজি চালক ইজাজুল মিয়া। একই সাথে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সিনেমাটির প্রচার বন্ধের আবেদনও জানানো হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার উল্লেখ করা হয়, ‘রাজনীতি’ সিনেমায় নায়ক শাকিব খান তার মোবাইল নম্বর ০১৭১৫২৯৫২২৬ বলে উল্লেখ করেন। আসলে এই মোবাইল নম্বরের মালিক বাদি ইজাজুল মিয়া। এই নম্বরে ১০ জুলাই থেকে ১৫ জুলাই ৪৩২টি কল আসে। এর মধ্যে বেশির ভাগই নারীর কল। এছাড়া শাকিব খান মনে করে খুলনা থেকে এক গৃহকর্মী চলে আসে ইজাজুল মিয়ার বাড়িতে। এতে তার সংসার ভাঙ্গার উপক্রম হয়।
অনুমতি ছাড়া সিনেমায় তার মোবাইল নম্বর ব্যবহার করায় ইজাজুল মিয়া ৫০ লাখ টাকার মানহানির অভিযোগ করেছেন।
Leave a Reply