হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে যুদ্ধাপরাধ মামলার আসামি আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল খায়ের গোলাপকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার বিকেলে নবীগঞ্জ থানা পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আবুল খায়ের গোলাপ উপজেলার গজনাইপুর গ্রামের বাসিন্দা।
হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
২০১৬ সালের ১৩ মার্চ আন্তার্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপজেলার আতানগিরি গ্রামের রইছ উল্লার স্ত্রী শুকুরি বিবি আবুল খায়ের গোলাপের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
Leave a Reply