বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের দুই শতাধিক অসহায় লোকজনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সানাবই গ্রামের তালুকদার বাড়িতে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনকের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক মেম্বার মো আকবর হোসেন স্বপন তালুকদারের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি মো আজদু মিয়া তালুকদারের সভাপতিত্বে ও ব্যবসায়ী সাইফুল ইসলাম তালুকদারের পরিচালনায় এ সময় প্রধান অতিথি ছিলেন, পটুয়াখালীর আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো হুমায়ুন কবির। শুভেচ্ছা বক্তব্য রাখেন, উদ্যোক্তা মো আকবর হোসেন স্বপন তালুকদার। সম্মানিত অতিথি ছিলেন, রাগীব রাবেয়া হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক সুফায়েল আহমেদ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন, ক্রীড়া সংগঠক সালেহ আহমেদ, বিশিষ্ট মুরব্বি সিরাজুল হক, মো খুর্শেদ আলী তালুকদার, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যু্ক্তরাষ্ট্র ইনকের সাবেক সহসভাপতি মো গিয়াস উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী তরিকুল ইসলাম আবজল, নেকবর হোসেন তালুকদর, জিতু মিয়া তালুকদার, নিযামত উল্ল্যাহ, সানাবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল আউয়াল তালুকদার ও সাবেক মেম্বার শাহনেওয়াজ তালুকদার।
বক্তারা বলেন, আকবর হোসেন স্বপন তালুকদার প্রবাসে থেকে নিজ এলাকা সহ জেলা বিভিন্ন স্থানে সামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছেন।