হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গের বড়ইউড়ি ইউনিয়নবাসীর উদ্যোগে যুক্তরাষ্ট্র মিশিগান স্ট্রেট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান জসিম ও যুক্তরাজ্য ওল্ডহ্যাম আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী আব্দুল আহাদকে গণসংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
শুক্রবার বিকেলে বড়ইউড়ি ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো আব্দুল মজিদ খান। সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াহিদ। বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগ নেতা মো মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া ও আওয়ামী আইনজীবী পরিষদের কোষাধ্যক্ষ অ্যাডভোকেট এমদাদুল হক শাহীন। অনুষ্ঠান যৌথভাবে পরিচালনায় ছিলেন লুৎফুর রহমান ও কামাল মিয়া।
Leave a Reply