হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে শহরের চৌধুরীবাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ থেকে মসজিদ সমন্বয় সুন্নী সংগ্রাম পরিষদের উদ্যোগে জশনে জুলুছ বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিমতলায় গিয়ে শেষ হয়।
পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। হবিগঞ্জ মসজিদ সমন্বয় সুন্নী সংগ্রাম পরিষদের সভাপতি রইছ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ জলিলের পরিচালনায় এতে সংসদ সদস্য মুনিম চৌধুরী বাবু সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এছাড়া পবিত্র ইদে মিলাদুন্নবী (স) উপলক্ষে শুক্রবার রাতে শহরের বিভিন্ন মসজিদে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
শহরের গুরুত্বপূর্ণ স্থানে মনোরম তোরণও নির্মাণ করা হয়।
Leave a Reply