হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে গত ৩ মাসে ৪২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৪৫ জনকে। এছাড়া অবৈধ মোটরসাইলের বিরুদ্ধে ৫৮৭টি মামলা দায়ের হয়েছে।
পুলিশের হাতে সর্বশেষ গ্রেফতার হয়েছে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের ৩ সদস্য। তারা হলো, খুলনার সোনাডাঙ্গা উপজেলার বানিয়াখামার গ্রামের ইমদাদুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম পিয়াল, হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে আলমগীর হোসেন ও সিলেটের গোলাপগঞ্জ উপজেলার গোলাপনগর গ্রামের রায় মনি দাসের ছেলে দীপক দাস। তাদের নিকট থেকে খুলনা মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের অফিসিয়াল সিল সহ ভূয়া কেস স্লিপ উদ্ধার করা হয়।
সোমবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, গ্রেফতারকৃতরা খুলনা অঞ্চল থেকে মোটরসাইকেল চুরি করে হবিগঞ্জে এনে বিক্রি করে। আবার হবিগঞ্জসহ সিলেট অঞ্চল থেকে মোটরসাইকেল চুরি করে খুলনা অঞ্চলে নিয়ে বিক্রি করে থাকে।
Leave a Reply