হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী শামছুল হুদা দুর্নীতিমুক্ত পৌরসভা গঠন, জলাবদ্ধতা নিরসন ও বেকারদের জন্য কর্মসংস্থান বৃদ্ধি করণসহ ১৬ দফা বাস্তবায়নের অঙ্গীকার করে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই ইশতেহার ঘোষণা করেন।
এ সময় লিখিত বক্তব্যে শামছুল হুদা বলেন, হবিগঞ্জ একটি প্রাচীন পৌরসভা; কিন্তু এ পৌরসভায় জলাবদ্ধতাসহ নানা সমস্যা রয়েছে। তিনি নির্বাচিত হলে সকল সমস্যাই পর্যাক্রমে সমাধান করা হবে।
ব্যবসায়ী নেতা শামছুল হুদা ইসলামী আন্দোলন মনোনীত মেয়র প্রাথী হলেও তিনি নিজেকে নাগরিক সমাজের প্রার্থী ঘোষণা দিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট রফিক উদ্দিন তালুকদার ও ইসলামী আন্দোলনের হবিগঞ্জ জেলা সভাপতি মহিব উদ্দিন আহমেদ সোহেল।
Leave a Reply