হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে মুক্তিযুদ্ধের স্টাফ প্রধান মেজর জেনারেল এম এ রব বীর উত্তমেরর ৯৮তম জন্মদিন উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকালে জেনারেল এম এ রব জাদুঘরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এম এ রব গবেষণা পরিষদ এর আয়োজন করে।
সংগঠনের সভাপতি মোহাম্মদ জিতু মিয়া চৌধুরীর সভাপতিত্বে এতে আলোচনা করেন সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান ও পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র।
আলোচকরা দেশমাতৃকার এই বীর সন্তানের জন্ম ও মৃত্যু বার্ষিকী রাষ্ট্রীয়ভাবে উদযাপনের জন্য সরকারের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কয়েকজনকে সম্মাননা দেয়া হয়।
Leave a Reply