হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে দীক্ষাদান ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে শহরের বিকেজিসি সরকারি বালিকা বিদ্যালয়ে এ বর্ণাঢ্য আয়োজন করে হবিগঞ্জ জেলা গার্লস গাইডস এসোসিয়েশন। উদ্বোধন করেন, জেলা প্রশাসক কামরুল হাসান। গার্লস গাইডসের জেলা কমিশনার নাসিমা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মর্জিনা বেগম, গার্লস গাইডসের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম।
পরে প্রধান অতিথি সহ অন্যরা পিঠা উৎসব পরিদর্শন ও শিক্ষার্থীদের শারীরিক কসরত প্রত্যক্ষ করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দীপনা দিতে জেলা প্রশাসক তাদেরকে বাই সাইকেল প্রদান করেন।
Leave a Reply