হবিগঞ্জ প্রতিনিধি : চাকরির কোটা সংস্কারের দাবি নিয়ে ছাত্র নামধারী জামাত-শিবির কর্মী-সমর্থকদের নৈরাজ্যের প্রতিবাদে ও মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে হবিগঞ্জে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা মানববন্ধন করেছেন।
এতে সাধারণ মানুষও যোগ দেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মাহদুল কবীর মুরাদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা কমান্ডের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার অ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠান। সদর উপজেলা কমান্ডার আব্দুস শহীদের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান প্রাতিষ্ঠানিক কমান্ডের সদস্য সচিব শাহ জয়নাল আবেদীন রাসেলের পরিচালনা আরো বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ ইলিয়াছ, গৌর প্রসাদ রায়, শফিকুর রহমান, সন্তান কমান্ডের নেতা নূরুল হক টিপু ও প্রভাষক পারভেজ আহমেদ।
বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামাত-শিবির দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে।
Leave a Reply