হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে পরিত্যক্ত খোয়াই নদীতে গড়ে উঠা মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্প উচ্ছেদ না করার দাবি জানানো হয়েছে।
মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ শনিবার রাতে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান।
এতে সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী টিপু লিখিত বক্তব্যে বলেন, পরিত্যক্ত খোয়াই নদীতে সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠান থাকলেও মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্পটি উচ্ছেদ পরিকল্পনা উদ্দেশ্য প্রণোদিত। শহরের পানি নিষ্কাশনের জন্য যদি এ প্রকল্পটি উচ্ছেদ করতেই হয় তাহলে আগে অন্যখানে মুক্তিযোদ্ধাদের পুর্বাসন করতে হবে।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যাণ সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক জায়েদ উদ্দিন মাস্টার।
Leave a Reply