বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলিতে রিপন শীল নিহত হওয়ার ঘটনায় সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো আবু জাহিরকে প্রধান আসামি করে হত্যামামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার, ১৫ আগস্ট বিকেলে নিহত রিপন শীলের মা রুবি রাণী শীল বাদি হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। এতে ৫৯ জনের নাম উল্লেখ করে আরও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আলম জানান, মামলাটি এফআইআর করা হয়েছে। অভিযান শুরু হয়েছে আসামি গ্রেফতারে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবিতে হবিগঞ্জে মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মিছিলটি তিনকোণা পুকুরপাড় এলাকায় পৌঁছলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে থেকে তাতে গুলি ছুঁড়েন। এর জের ধরে সংঘর্ষ বাঁধলে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে আওয়ামী লীগ নেতা-কর্মীরা পালিয়ে আত্মরক্ষা করেন।
এই পলাতক নেতা-কর্মীদের একটি অংশ তৎকালীন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি মো আবু জাহিরের বাসায় আশ্রয় নিয়ে থেমে থেমে গুলি ছুঁড়তে থাকেন। এতে রিপন শীল মারা যান।
Leave a Reply