হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক সফিউল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মনীষ চাকমা। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মো জাকারিয়া, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা রফিক ও সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ।
এছাড়াও উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। সহযোগিতায় ছিল, মা-মনি এইচএসএস প্রকল্প সেভ দ্যা চিলড্রেন।
Leave a Reply