হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকী সম্পর্কে কটুক্তি করায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে ৫শ কোটি টাকার মানহানি ও রাষ্ট্রদোহের মামলা হয়েছে।
বুধবার দুপুরে হবিগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি দায়ের করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল। মামলাটি আমলে নিয়ে হাকিম মোহাম্মদ সোলায়মান সদর থানার ওসিকে এফআইআর পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
মামলার বাদি মোস্তফা কামাল আজাদ রাসেল বলেন, ১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত এক মতবিনিময় সভায় মাহমুদুর রহমান এই কটুক্তি করেন।
বাদি পক্ষে আদালতে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, অ্যাডভোকেট সুলতান মাহমুদ ও অ্যাডভোকেট আজিজুর রহমান খান সজল।
Leave a Reply