হবিগঞ্জ প্রতিনিধি : জাতীয় শোকদিবস ও বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে আলেয়া জাহির ফাউন্ডেশন আয়োজিত মাসব্যাপী ‘পবিত্র কুরআনের আলো’ হিফজুল কোরআন প্রতিযোগিতা শেষ হয়েছে।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ওমরাহ পালনের সুযোগ পেয়েছেন হৃদয় আহছান নামে এক মাদরাসা ছাত্র। তিনি লাখাই উপজেলার গোয়াকারা গ্রামের ডেঙ্গু মিয়ার ছেলে এবং হবিগঞ্জ আহছানিয়া মিশন এতিমখানা হাফিজিয়া মাদরাসার ছাত্র।
প্রতিযোগিতা শেষে শুক্রবার সকালে টাউন হলে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের সাংসদ ও প্রতিযোগিতার পৃষ্ঠপোষক অ্যাডভোকেট আবু জাহির। মাওলানা শামছুল হক মুসার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, আলেয়া জাহির ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান ও সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম।
প্রতিযোগিতায় হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলার ৩০০ প্রতিযোগী অংশ নেন।
Leave a Reply