হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরে মাসব্যাপী কৃষি, শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে নতুন মাঠে মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।
পরে কৃষি, শিল্প ও বাণিজ্য মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক। হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোতাচ্ছিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া। এছাড়া আয়োজক সংগঠনের নেতবৃন্দ সহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
মেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে ১৩০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।
Leave a Reply