হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বিদ্যুৎকর্মী আব্দুল হকের মৃত্যুর ৫ দিন পর জানা গেছে, তিনি ‘করোনা পজিটিভ’ ছিলেন।
গত ৩১ মে শহরের ২ নম্বর পুল এলাকায় নিজের বাসায় তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। সেদিন রাতেই তাকে সমাহিত করা হয় শহরতলির রিচি গ্রামে। এর আগে তার নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার রাতে নমুনা পরীক্ষার ফলাফল আসে।
আব্দুল হকের কর্মস্থল ছিল নেত্রকোনায়। তবে ছুটিতে তিনি বাড়িতে অবস্থান করছিলেন।
জেলার ডেপুটি সিভিল সার্জন ডা মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, ঐ বিদ্যৎকর্মীর মরদেহ স্বাস্থ্যবিধি অনুসারে দাফন করা হয়।
এনিয়ে হবিগঞ্জে করোনায় দুই জনের মৃত্যু হলো।
Leave a Reply