হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সেমিনার কক্ষে মানবাধিকার সাংবাদিক ফোরামের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৫ জন সাংবাদিক অংশ নেন।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, বাংলাদেশ সংবাদ সংস্থার জ্যেষ্ঠ সাংবাদিক খায়রুজ্জামান কামাল ও বাংলা ভিশনের জ্যেষ্ঠ সাংবাদিক নাসরিন গীতি।
বিকেলে কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাভেল। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শাবান মিয়া ও সাবেক সভাপতি শোয়েব চৌধুরী।
বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব খায়রুজ্জামান কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সিদ্দিকী হারুণ ও সজিব খান। প্রশিক্ষণের সমন্বয়কের দায়িত্বে ছিলেন, সাংবাদিক হাফিজুর রহমান নিয়ন।
খায়রুজ্জামান কামাল জানান, ঢাকার বাইরে সাংবাদিকতার মান উন্নয়নে সারাদেশেই এ ধরনের প্রশিক্ষণ দেয়া হবে।
Leave a Reply