হবিগঞ্জ প্রতিনিধি : মাদক নির্মূল শক্তি হবিগঞ্জ পৌর শাখার উদ্যোগে মাদক বিরোধী প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নিমতলা থেকে প্রচার মিছিলটি বের হয়ে সদর মডেল থানার সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক শেখ মুহাম্মদ খালেদুর করিম, সদর মডেল থানার ওসি মাসুক আলী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম সুরুজ আলী, আবু নাসের শাহীন, মাদক নির্মূল শক্তি জেলা শাখার সভাপতি মোছাব্বির চৌধুরী রাব্বী, সাধারণ সম্পাদক ইয়াছিনুল হক নাঈম ও দফতর সম্পাদক হৃদয়। সভাপতিত্ব করেন, আয়োজক সংগঠনের সভাপতি হাফিজুর রহমান অনিক। পরিচালনায় ছিলেন, সাধারণ সম্পাদক এবাদুর রহমান।
পথসভার আগে সবাই মিলে কোর্ট প্রাঙ্গণে দেয়ালে দেয়ালে মাদকবিরোধী সচেতনতামূলক পোস্টার লাগান।
Leave a Reply