হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের বাইপাস সড়কের রাজনগরে মাদক বিরোধী অভিযান চালিয়ে মহিলা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা মাদক দ্রব্য কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর হোসেন খানের তত্ত¡াবধানে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক রুবেল মিয়া এই এলাকার মৃত আব্দুস সোবাহানের ছেলে এবং মিনা বেগম জাহির মিয়ার স্ত্রী। তাদের বাড়ি থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১৯টি মোবাইল ফোন, ২টি পাওয়ার ব্যাংক, ৫টি টর্চ লাইট, ১ছুরি ও যৌন উত্তেজক জিনসেন সহ ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসানের নেতৃত্বে ভ্রামমাণ আদালত রুবেল মিয়াকে ১ বছরের কারাদণ্ড দেয় ও মিনারা বেগমকে ৫ হাজার টাকা জরিমানা করে।
Leave a Reply