হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে মাদকাসক্ত পিতা গলাটিপে নিজের শিশুপুত্র এনামুল হক সাকিবকে হত্যা করেছে বলে অভিযোগ করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার লস্করপুর রেল কলোনির বাসিন্দা ইমান আলীর সাথে তার স্ত্রী নূরুন্নাহারের পারিবারিক বিবাদ লেগেই থাকতো। শনিবার দিনগত রাতে স্বামী-স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে ৭ বছরের ছেলে এনামুল হক সাকিবকে গলাটিপে হত্যা করে ইমান আলী পালিয়ে যান।
খবর পেয়ে রবিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পুলিশ আরো জানায়, ইমান আলীকে আটকের চেষ্টা চলছে।
Leave a Reply