হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে সৈয়দ মুজিবুল বশর আল-হাচানী আল মাইজভাণ্ডারীর ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার রাতে পৌরসভা মাঠে জেলার বিভিন্ন এলাকা থেকে এসে ভিড় জমান ভক্তরা। কঠোর নিরাপত্তা ব্যবস্থায় আশেকানে মাইজভাণ্ডারী এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখা আয়োজিত ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সৈয়দ মুজিবুল বশর আল-হাচানী আল মাইজভাণ্ডারী বলেন, মুসলমানদের ইসলামের আলোকে চলতে হবে। নামাজ, রোজা ও হজ্ব পালন করতে হবে। ধনসম্পদ অনুযায়ী যাকাত আদায় করতে হবে। হালাল রোজগার করতে হবে। হারামকে না বলতে হবে। ইসলাম ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে।
ওয়াজ ও মিলাদ মাহফিলে জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। ওয়াজ ও মিলাদ মাহফিল শেষে শিরনি বিতরণ করা হয়।
Leave a Reply