হবিগঞ্জ প্রতিনিধি : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো হাসানুজ্জামান কল্লোল বলেছেন, শিশুরা যাতে সুন্দরভাবে গড়ে উঠতে পারে-সরকার সেই ব্যবস্থা নিচ্ছে।
হবিগঞ্জে মা ও শিশু সহায়তা কর্মসূচি বিষয়ক এক অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
রবিবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডা আ এ মহিউদ্দিন ওসমানী ও বিশ্ব খাদ্য কর্মসূচির প্রোগ্রাম অফিসার মাসিং নেওয়ার।
এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা অবহিতকরণ সভায় অংশগ্রহণ করেন।
Leave a Reply