হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে মশাল জ্বালিয়ে যুব গেমসের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে জালাল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মনীষ চাকমা। পরিচালনায় ছিলেন, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি। বক্তব্য রাখেন, খেলোয়ার কল্যাণ সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট পুণ্যব্রত চৌধুরী বিভু ও অলিম্পিক এসােসিয়েশনের প্রতিনিধি নূরুল ইসলাম।
পরে খেলাধুলা অনুষ্ঠিত হয়।
Leave a Reply