হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের মাছুলিয়া এলাকায় খোয়াই নদীর পারে কদর আলীর (৪৫) মরদেহ উদ্ধারের একদিন পর শায়েস্তাগঞ্জ থেকে খণ্ডিত মাথা উদ্ধার করা হয়েছে।
রবিবার দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর গ্রামের গায়েবী গজার মাছের পুকুর থেকে এই মাথা উদ্ধার করা হয়।
শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, সকাল ১১টার দিকে এলাকার লোকজনের নিকট থেকে খবর পেয়ে পুলিশ খণ্ডিত মাথাটি উদ্ধার করে।
উল্লেখ্য, শনিবার সকালে হবিগঞ্জ শহরের মাছুলিয়া এলাকায় খোয়াই নদীর পার থেকে কদর আলীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়।
কদর আলী হবিগঞ্জ পৌরসভার জঙ্গলবহুলা এলাকার মঙল মিয়ার ছেলে। পুলিশ ধারণা করছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে মাথা বিচ্ছিন্ন করে নিয়ে যায়। পরে তা শায়েস্তাগঞ্জে পুকুরে ফেলে দেয়।
হবিগঞ্জ সদর থানার ওসি গোলাম মর্তুজা জানান, পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Leave a Reply