হবিগঞ্জ প্রতিনিধি : প্রতিবছরের ন্যায় এবছরও হবিগঞ্জের চুরারুঘাটের ছয়শ্রী গ্রামে মহাসমারোহে মনিপুরী সম্প্রদায়ের ১৭৫তম মহারাস উৎসব অনুষ্ঠিত হলো।
এই রাস উৎসব পরিণত হয়েছিলো ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষের মহামিলনে। এ বছরের আয়োজন ছিল ৪ দিনব্যাপী। প্রথমদিন বৃহস্পতিবার হয় আনন্দ শোভাযাত্রা। দ্বিতীয়দিন শুক্রবারে ছিল সূর্যকে সাক্ষি রেখে বেলি রাস। সন্ধ্যায় হয় মনিপুরী কৃতি ব্যক্তিত্ব সম্মাননা। তৃতীয়দিন শনিবারের কর্মসূচি ছিল, সকাল থেকে গোধূলীলগ্ন পর্যন্ত রাখাল নৃত্য, রাত সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত নট সংকীর্তন এবং রাত ১২টা থেকে পরদিন ঊষালগ্ন পর্যন্ত গোপী নৃত্য, যা দেখতে সারা দেশ থেকে ছুটে এসেছিলেন অসংখ্য মানুষ। শেষদিন রবিবার ছিল মেলা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা ও চুনারুঘাট উপজেলা চেয়াম্যান আবু তাহের।
Leave a Reply