হবিগঞ্জ প্রতিনিধি : মাদক বিক্রির অভিযোগে হবিগঞ্জ শহরতলির বড় বহুলা গ্রামের ফুল মিয়াকে ১ বছর ও তার সহযোগী রুমান মিয়ার স্ত্রী সাথী আক্তারকে ৬ মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান এ দণ্ডাদেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খানের নেতৃত্বে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক খায়রুল আলম সহ ভ্রামম্যাণ আদালত ফুল মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় ফুল মিয়া ও সাথী আক্তারকে ইয়াবা সেবন অবস্থায় আটক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান জানান, মাদক ব্যবসায়ী ফুল মিয়ার বাড়ি থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের সরঞ্জামাদি ও কিছু গাঁজা উদ্ধার করা হয়।
Leave a Reply