হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ভোক্তা অধিকার রক্ষা ও বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
বিড়ি ভোক্তা কমিটি মঙ্গলবার সকালে শহরের আরডি হল থেকে বিক্ষোভ মিছিল বের করে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহিরের বাসভবনে যায়।
পরে সংসদ সদস্যের বাসভবনের সামনের প্রধান সড়কে মানববন্ধন করা হয়। এতে বক্তারা বঙ্গবন্ধু সরকারের আমলে বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণা বাস্তবায়ন এবং বিদেশী বহুজাতিক কোম্পানির সিগারেটের উপর কর বাড়িয়ে বিড়ির উপর কর কমানোর দাবি জানান।
মানববন্ধন বিড়ি ভোক্তা কমিটির সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন, সম্পাদক আতিকুর রহমান ও সহ সভাপতি শফিকুল ইসলাম।
পরে সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহিরের কাছে স্মারকলিপি দেয়া হয়।
Leave a Reply