হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরে ভেজালবিরোধী অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত মিষ্টির দোকান ও বেকারি থেকে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব কান্তি রুদ্রর নেতৃত্বে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি বিশেষ দলের সহযোগিতায় হবিগঞ্জ শহরে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় হবিগঞ্জ শহরের প্রধান সড়কের বাণিজ্যিক এলাকার জলযোগ মিষ্টান্ন ভাণ্ডারকে ৪ হাজার টাকা ও হাজী সোনাহর আলী এন্ড সন্সকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাবের পক্ষে ছিলেন, এএসপি আব্দুল খালেক, কোম্পানি কমান্ডার গোলাম মোস্তফা ও এসআই রুহুল আমিন।
ভ্র্যামমাণ আদালতের খবর পেয়ে শহরের অনেক হোটেল ও মিষ্টির দোকান বন্ধ করে মালিক-কর্মচারীরা আত্মগোপন করেন।
Leave a Reply