হবিগঞ্জ প্রতিনিধি : ‘ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জে জাতীয় ভিটাসিন এ প্লাস ক্যাম্পেইনে এবার ৩ লাখ ৪১ হাজার ৪৫৭ শিশুকে ‘ভিটামিন এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এর মধ্যে ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৩১৫ শিশুকে লাল রংঙের ক্যাপসুল ও ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৪১ হাজার ১৪২ শিশুকে নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ৪ থেকে ৭ জুন পর্যন্ত এই কার্যক্রম চলবে।
বুধবার বিকেলে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের সম্মেলন কক্ষে প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান, সিভিল সার্জন ডা মো নূরুল হক। এ সময় উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডা মুখলিছুর রহমান উজ্জ্বল ও জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কলিমুল্লাহ শিকদার।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান, সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, ফজলুর রহমান ও মোহাম্মদ নাহিজসহ অন্যরা।
প্রেসব্রিফিংয়ে জানানো হয়, জেলার ৯টি উপজেলার ৭৮টি ইউনিয়নে ও ৬টি পৌরসভায় শিশুদের ‘ভিটামিন এ ক্যাপসুল’ খাওয়ানোর জন্য ১ হাজার ৯১২টি অস্থায়ী কেন্দ্র থাকবে। এ জন্য স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী ও বেসরকারি স্বেচ্ছাসেবকসহ ৪ হাজার ৭৫৫ জন কর্মী নিয়োজিত থাকবেন।
Leave a Reply