হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ভাষাসংগ্রামী বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান চৌধুরীর মৃত্যুতে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে সংগঠনের নিজস্ব মিলনায়তনে শোকসভা অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদের সঞ্চালনায় শোকসভায় প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক ইশরাত জাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আব্দুজ জাহের, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি মো ফজলুর রহমান, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাহিজ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, মুক্তিযোদ্ধা প্রাতিষ্ঠানিক সন্তান কমান্ডের সভাপতি প্রভাষক পারভেজ আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ জয়নাল আবেদীন রাসেল।
বক্তারা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান চৌধুরীর স্মৃতি রক্ষার্থে আজমিরীগঞ্জ-বানিয়াচং-ভায়া শিবপাশা সড়ক ও সৌলরী এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়ের নামকরণ বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান চৌধুরীর নামে করার দাবি জানালে প্রধান অতিথি বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস দিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে ঘোষণা দেন।
পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply