হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বহুলা সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে সাবেক সাংসদ ভাষাসংগ্রামী অ্যাডভোকেট চৌধুরী আব্দুল হাইয়ের ৮৭ তম জন্মদিন উদযাপন করা হলো। একই সঙ্গে চৌধুরী আব্দুল গণি-আছিয়া খাতুন চৌধুরাণী শিক্ষা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে বহুলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অ্যাডভোটেক চৌধুরী আব্দুল হাই। অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমানের সভাপতিত্বে ও চৌধুরী মিজবাহুল বারী লিটনের পরিচানায় বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, সরকারি মহিলা কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ আব্দুজ জাহের, প্রাক্তন অধ্যক্ষ রফিক আলী, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মো ফরিয়াদ, অ্যাডভোকেট মনমোহন দেবনাথ, অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক ফরহাদ চৌধুরী, জাকারিয়া চৌধুরী, বদরুল আলম চৌধুরী, শাহ মশিউর রহমান কামাল ও অ্যাডভোকেট আজিবুর রহমান খান সজল।
অনুষ্ঠানে ৪০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এছাড়া ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কারও বিতরণ করা হয়েছে।
Leave a Reply